বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

ঈদে নতুন পোশাকের সাথে নতুন বই উপহার

ঈদে নতুন পোশাকের সাথে নতুন বই উপহার

গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এতিমখানার শিক্ষার্থী ও স্থানীয় পাঠকদের মাঝে স্বপ্ন-চূড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার পাঠাগার ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের আয়োজনে ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ এর সহায়তায় ঈদ উপলক্ষে নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। এতে পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর উদ্যোক্তা মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ।

অতিথিদের মধ্যে স্বপ্নচূড়া ফাউন্ডেশন ও পাঠাগার এর উদ্যোক্তা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বপ্নচূড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার পাঠাগার এর সভাপতি শুভেচ্ছা কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শুভাশিস ঘোষ বলেন “মুসলিম জাহানের সবচেয়ে বড় আয়োজনের একটি পবিত্র ঈদুল ফিতর।এই দিবসটি আসলে সবাই নতুন নতুন জামা কাপড় ক্রয় করেন। কিন্তু একটি নতুন জামার সাথে কেন একটি নতুন বই ক্রয় করবো না আমরা? এটি আমাদের মূল্যবোধের বিষয়। তাই এটির চর্চা সমাজে শুরু হওয়া দরকার। আজ আমরা এই নতুন ধারনাটি নিয়ে কাজ শুরু করেছি। আশা করি একদিন ঈদে নতুন পোশাকের সাথে নতুন বই ক্রয় করার প্রবণতা সমাজে বাড়বে। সবাই এটিকে উৎসবে পরিণত করবে। “

পাঠাগার আন্দোলন এর উদ্যোক্তা মোঃ ইমাম হোসাইন বলেন ” সমাজে প্রতিটি সৃষ্টির একটি প্রসব বেদনা থাকে,  কিন্তু সৃষ্টির একটি সম্ভাবনাও থাকে। আজ যে চর্চা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ মহোদয় ব্যতিক্রমি এই চর্চা পাঠাগার আন্দোলন ও স্বপ্নচূড়া পাঠাগারকে সাথে নিয়ে শুরু করলেন এটি বিরল দৃষ্টান্ত।  এখন থেকে যা কিছু নতুন তার সাথে নতুন বই। এই সংস্কৃতি হউক আমাদের প্রাণশক্তি।

অনুষ্ঠান শেষে স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক  এতিমদের মাঝে ইফতার বিতরণ করা।

উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান। আরো উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, আবু সাইদ, ইব্রাহিম খলিল তুহিন, এম এইচ অপু, এস এফ শাহিন, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, হাসিব হৃদয়, রিপন মজুমদার, হাসান, অমিত হাসান রনি, শাওন ইসলাম, মোহাম্মদ হৃদয়, রুপম মজুমদার,  কামরুল হাসান মামুন, রাসেল, পাবেল সহ আরো অনেকে।

শেয়ার করুন

২০২২ © ডেইলি কালের ধব্বনি কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত।
Design & Developed by Marshal Host 
akun pro jepang
akun pro rusia
akun pro thailand
akun pro kamboja
akun pro china
akun pro taiwan
akun pro hongkong
akun pro myanmar
akun pro vietnam
akun pro malaysia
link server internasional
link server internasional
link server internasional
pg soft
link server internasional
link server sensasional
pg soft
link server internasional
link server sensasional
pg slot