বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
হাবিব রাশেদঃ ঈদ আসলেই শিশু থেকে শুরু করে সবার মাঝেই মেহেদী দিয়ে হাত রাঙানোর শখ জাগে। এতে করে ঈদ আনন্দের সাথে খুশির বাড়তি মাত্রা যোগ হয়। তারই ধারাবাহিকতায় পথ শিশুদের মাঝে ঈদের খুশি আরেকটু বাড়িয়ে দিতে “বিডি ক্লিন নোয়াখালী” জেলা কর্তৃক আয়োজিত নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশনে “মেহেদী উৎসব” নামে এক ভিন্নধর্মী ইভেন্ট আয়োজন করে বিডি ক্লিন নোয়াখালী জেলা।
বিডি ক্লিন নোয়াখালী জেলা টিমের একঝাঁক সদস্য সোনাইমুড়ী রেলস্টেশনের আশেপাশে থাকা পথ শিশুদের সাথে নিয়ে এক স্থানে একত্রিত হয়ে বিডি ক্লিনের সদস্যগণ পথ শিশুদের সবার হাতে মেহেদীর রঙে নানান রকম ডিজাইন দিয়ে হাত রাঙিয়ে দেয়। এসময় শিশুরা খুবই আনন্দিত হয়।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করা “বিডি ক্লিন” নামক এই সংগঠনটি বিভিন্ন সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পাশাপাশি আরো অন্যান্য সামাজিক কাজ করে যাচ্ছে সমাজ ও দেশের জন্য। তারই ধারাবাহিকতায় এবার পুরো রমজান মাস জুড়ে প্রায় ২০০০ জন দিনমজুর, গরীব ও অসুস্থ মানুষের মাঝে ইফতার কার্যক্রম পরিচালনা করে।
বিডি ক্লিন নোয়াখালী জেলার সমন্বয়ক “তুষার মাহবুব” বলেন, বিডি ক্লিন পরিস্কার পরিচ্ছন্ন দেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং যত্রতত্র ময়লা না ফেলার জন্য মানুষকে সচেতন করে যাচ্ছে। তার পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশু সহ সমাজের অসহায়, গরীব মানুষদের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের আজকের এই উদ্যোগ আগামীতেও চলমান থাকবে। যাতে করে শিশুরা উৎসবের খুশি থেকে দূরে না থাকে।