বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি (২০২২-২০২৪) গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী শহরস্থ প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যর সম্মতিক্রমে সাবেক সভাপতি নাজমুল হককে পুন:রায় সভাপতি (দৈনিক ভোরের কাগজ-ডেইলী অবজারভার) ও জসিম উদ্দিন রাজ কে সাধারণ সম্পাদক (দৈনিক স্বদেশ প্রতিদিন) নির্বাচিত করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মতিনের সভাপতিত্বে এক বিশেষ সভায় কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভপতি বীর মুক্তি যোদ্ধা এম এ মতিন (দৈনিক খবর পত্র), যুগ্ম সম্পাদক হাসানুর রশিদ, সাংগঠনিক সম্পাদক, শাহাদৎ হোসেন এমরান মির্জা, কোষাধ্যক্ষ মিজানুর রহমান। এছাড়া মনিরুল ইসলাম ফয়সাল, নাছির উদ্দিন পিন্টু, গোলাম রাব্বানী, সাইফুল ইসলাম জুয়েল, নুর মোহাম্মদ ভূঁইয়া (এসএ টিভি), হাবিব রাশেদ, আকরাম হোসেন রায়হান, গোলাম মাওলাকে কার্যকরি সদস্য করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।