বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা আ.লীগের নতুন সভাপতি শামীম, সম্পাদক ইশতিয়াক

নিজস্ব প্রতিবেদক ফরিদপুরঃ

ছয় বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে শাহ্ মো. ইশতিয়াক আরিফকে বেছে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সম্মেলনের প্রধান অতিথি দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে ভার্চ্যুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহা। সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। নতুন সভাপতি শামীম হক সদ্য বিলুপ্ত জেলা আওয়ামী লীগ কমিটির সহসভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ছিলেন ওই কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

সম্মেলনে সভাপতি পদে ১০ ও সাধারণ সম্পাদক পদে ২১ জন প্রার্থী ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদপ্রত্যাশী ১০ জনকে মঞ্চে ডেকে নেওয়া হয়। তাঁদের ১০ মিনিট সময় দেওয়া হয় নিজেদের মধ্যে আলোচনা করে একক নামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। একইভাবে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ২১ জনকে ডেকে নেওয়া হয়। তাঁদেরও নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতার মাধ্যমে একক নাম দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

১০ মিনিট পর সম্মেলনের প্রধান অতিথি কাজী জাফরউল্যাহ মঞ্চে এসে জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা আলোচনা করে একক সিদ্ধান্তে আসতে পারেননি। এ সময়ে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী, জেলা আওয়ামী লীগের আগামী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে শামীম হক ও ইশতিয়াক আরিফকে মনোনীত করা হয়েছে।এর আগে ২০১৬ সালের ২২ মার্চ জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন

২০২২ © ডেইলি কালের ধব্বনি কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত।
Design & Developed by Marshal Host 
akun pro jepang
akun pro rusia
akun pro thailand
akun pro kamboja
akun pro china
akun pro taiwan
akun pro hongkong
akun pro myanmar
akun pro vietnam
akun pro malaysia
link server internasional
link server internasional
link server internasional
pg soft
link server internasional
link server sensasional
pg soft
link server internasional
link server sensasional
pg slot