বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ
চট্টগামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ব্যাটিংবান্ধব উইকেটেও প্রথম সেশনে তেমন একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। তরুন অফ স্পিনার নাঈম হাসানের জোড়া আঘাতে লঙ্কানদের লাগাম টেনে ধরেছে টাইগাররা।

প্রায় ১৪ মাস পর দলে ফিরেছেন নাঈম হাসান। চট্টগ্রামের ছেলে জোড়া উইকেট নিলেও, পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান এখন পর্যন্ত বল হাতে নেননি। তবে স্লিপে দাঁড়িয়ে পুরো সেশনেই বেশ চনমনে দেখা গেছে তাকে। 

ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেকে এর আগেও প্রমান করেছেন নাঈম। এবারও সেই সুযোগ শুরু থেকেই কাজা লাগাতে চেস্টা করছেন। দুই ওপেনারকে ফিরিয়ে আশা জানিয়েছেন এই তরুন।

গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ খেলেছিলেন নাইম। সেই সিরিজের দুই ম্যাচেই আঙুলে চিড় নিয়ে খেলেছিলেন তিনি, যে কারণে বোলিংটাও তেমন ভালো হয়নি। তাই বাদ পড়ে যান পরের সিরিজ থেকেই, ফিরতে পারেননি গত ১৪ মাসেও। অবশেষে নিজের চেনা আঙিনায় ফিরেই প্রথম সেশনটা বাংলাদেশের করে দিয়েছেন নাইম।

দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে লঙ্কানদের সংগ্রহ ৭৩ রান।
নাঈম একাই নিয়েছেন উইকেট দুইটি। পাশাপাশি শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরাও করেছেন মিতব্যায়ী বোলিং।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ১৫ মে ২০২২

শেয়ার করুন

২০২২ © ডেইলি কালের ধব্বনি কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত।
Design & Developed by Marshal Host 
akun pro jepang
akun pro rusia
akun pro thailand
akun pro kamboja
akun pro china
akun pro taiwan
akun pro hongkong
akun pro myanmar
akun pro vietnam
akun pro malaysia
link server internasional
link server internasional
link server internasional
pg soft
link server internasional
link server sensasional
pg soft
link server internasional
link server sensasional
pg slot