কালের ধ্বনি ডেস্ক
- ৩১ মে, ২০২২ / ৬১২ জন সংবাদটি পড়েছেন
সহ সম্পাদকঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে
” আলোকিত পূর্ব জোড়কানন”, ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের ৮টি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থীদের জন্য
❝মহান স্বাধীনতা দিবস সাধারণ জ্ঞান এবং রচনা প্রতিযোগিতা❞ আয়োজন করা হয়েছিলো।
আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলো এবং এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আজ ৩১শে মে ২০২২ ইং “আলোকিত পূর্ব জোড়কানন” সংগঠনের আয়োজিত ❝মহান স্বাধীনতা দিবস সাধারণ জ্ঞান এবং রচনা প্রতিযোগিতার❞ ফলাফল এবং বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরষ্কার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন
আলোকিত পূর্ব জোড়কানন এর সভাপতি জনাব মোঃ মহিউদ্দিন,সহ-সভাপতি জনাব মোঃ আবদুল মমিন,সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার শুভ সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
তিন বিভাগে বিজয়ীদের নাম এবং প্রতিষ্ঠানের নামঃ
“ক” বিভাগ- সাধারণ জ্ঞান
নবম – দ্বাদশ শ্রেণী
১) নাফিজা আলম নিহা
শ্রেনী- ৯ম । রোল নংঃ ০১
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়।
২) ইয়াসমিন আক্তার
শ্রেণীঃ১০ম। রোল নংঃ ০১
মথুরাপুর আক্তার আলি মডেল উচ্চ বিদ্যালয়।
৩) মোসাঃ লিমা আক্তার
শ্রেণীঃ১০ম। রোল নংঃ ৪৩
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়।
৪) জান্নাতুল মাওয়া জেরীন
শ্রেণীঃ ১০ম। রোলঃ০১
কমলপুর ইসলামিয়া দাখিল মাদরাসা।
৫) ফাহিমা আক্তার মাহী
শ্রেণীঃ ১০ম। রোল নংঃ ০৪
লালবাগ দারুচ্ছুন্নাৎ আলিম মাদ্রাসা।
“খ” বিভাগ- সাধারণ জ্ঞান
ষষ্ঠ – অষ্টম শ্রেণী
১) জাবেদুল হক মাহিন
শ্রেণীঃ ৮ম। রোলঃ ০১
কমলপুর মাধ্যমিক বিদ্যালয়।
২) সৈয়দা নুসরাত জাহান
শ্রেণীঃ ৬ষ্ঠ। রোলঃ ১৯
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়।
৩) আসমা আক্তার
শ্রেণীঃ ৮ম। রোলঃ ২২
মথুরাপুর আক্তার আলি মডেল উচ্চ বিদ্যালয়।
৪) সামিনুর মজুমদার
শ্রেণীঃ ৭ম। রোলঃ ৫৬
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়।
৫) সৈয়দা আদিবা জাহান
শ্রেণীঃ ৭ম। রোলঃ ০১
গোয়ালগাঁও এম.এ মাধ্যমিক বিদ্যালয়।
★ আবু সাঈদ
শ্রেণিঃ ৮ম। রোলঃ ০২
ইকরা মডেল একাডেমি।
“গ” বিভাগ- রচনা প্রতিযোগিতা
ষষ্ঠ শ্রেণী- দ্বাদশ শ্রেণী
১) আসমা আক্তার
শ্রেণীঃ আলিম ২য় বর্ষ। রোলঃ০১
লালবাগ দারুচ্ছুন্নাৎ আলিম মাদ্রাসা।
২) ফাহমিদা সুলতানা
শ্রেনীঃআলিম ২য়। রোলঃ১০
লালবাগ দারুচ্ছুন্নাৎ আলিম মাদ্রাসা।
৩) আয়শা আক্তার ববি
শ্রেণীঃ১০ম। রোল নংঃ ২০
মথুরাপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসা।
৪) ফাতেমা আক্তার মিনহা
শ্রেণীঃ ৬ষ্ঠ। রোলঃ ০২
ইকরা মডেল একাডেমি।
৫) ইয়াসমিন আক্তার
শ্রেণীঃ১০ম। রোলঃ ০১
মথুরাপুর আক্তার আলি মডেল উচ্চ বিদ্যালয়।
৬) আফসানা রহমান
শ্রেণীঃ ৮ম। রোলঃ ০১
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়।
৭) সুরাইয়া আক্তার সুমনা
শ্রেণীঃ১০ম। রোলঃ১০৭
কমলপুর মাধ্যমিক বিদ্যালয়।
৮) মোসাঃ আসমা আক্তার
শ্রেণিঃ ১০ম। রোলঃ ৩০৩
কমলপুর মাধ্যমিক বিদ্যালয়।
৯) সৈয়দা ফাতেমা আক্তার
শ্রেণীঃ ৯ম। রোলঃ ০১
লালবাগ দারুচ্ছুন্নাৎ আলিম মাদ্রাসা।
১০) জান্নাতুল তাসনীম
শ্রেণিঃ ৯ম। রোলঃ ০২
মথুরাপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা।
বিজয়ী সকল শিক্ষার্থীদের “আলোকিত পূর্ব জোড়কানন” এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং
অভিনন্দন৷
অর্থ, শ্রম এবং মেধা দিয়ে সহযোগিতা এবং সবসময় সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাই
মোঃ বেলায়েত হোসেন, ওমর ফারুক রাব্বী,রফিকুল ইসলাম,রমজান আলী সহ সকল প্রবাসী সদস্যদের।