বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
মা গো খুব খুদা পেয়েছে মা,
পেটের ভিতরটা জ্বলে যায়
এই বুঝি জ্ঞান হারাব !
খোকা একটু ধৈর্য ধর
তোর বাবা গেছে ঐ ওপারে
একটু পরে পেট ভরে খাবি।
খোকা আন্তা তৃপ্তি নিদ্রা ছোঁয়া দিয়ে যায়
মা তাকিয়ে পাথপানে ওর বাবা আসছে
ঐযে আসছে ওর বাবা!
কত সময় কত জন পর হয়ে যায়,
দিন গড়িয়ে রাতের আনাগোনা
একটা দানা ও পড়িনি পেটে।
সন্ধ্যা তাঁরয় বাবা চেয়ে আছে মলিন মুখে
বাবা ও বাবা খাবার দাও, দাও খাব।
দুঃখ ভরে আশ্রু গড়ে
জবান খুলে পৃথিবীকে বলতে চাই,
আমার খাবার দে হারামজাদা, আমার খাবার দে।
খোকা ওরা সেবকের নামে রক্তচোষা শকুন,
দুনিয়া দেখানো ভালোবাসার সাজে ক্ষণিকে
ওরা দিয়ে আবার কেড়ে নেয়।
হাতে পায়ে ধরলাম আমার বাচ্চা, একটু খাবার দাও
ওরে বলে, কিসের খাবার যা মর
হাজার বস্তাপচে, টাকার লালসায় রক্ত চক্ষু দেখায়
দেশ কি ওদের, আমার রক্ত নাই, আমি গড়ি নাই।
আমার দেশে ,আমার অধিকার নাই।
আমি যাচ্ছি আমার খোকার এক মুঠো খাবারের আশায়।
নিভৃত প্রাণের ছোঁয়া আশার খোঁজে,
খোকা অপেক্ষা কর।
মোঃ আশরাফুজ্জামান শাওন
লেখক ও শিক্ষার্থী