বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সাব এডিটরঃ
আজ ০৭ নভেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের নতুনদের ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রস্তুুতের অংশ হিসেবে ছবি তোলা হয়। এতে ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড থেকে অসংখ্য নতুন ভোটাররা আসেন জাতীয় পরিচয় পত্রের ছবি তোলার জন্য।
আগত নতুন ভোটারদের মাঝে আলোকিত পূর্ব জোড়কানন (সামজিক সংগঠন) কতৃক পিপাসা নিবারনের জন্য মিনারেল ওয়াটার বিতরন করা হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের হাতে হাতে পানি পৌঁছে দেয় উক্ত সংগঠনের সদস্যরা।পানি পেয়ে ভোটারদের মাঝে গরমে স্বস্তি ফিরে আসে।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার শুভ বলেন আজকের প্রোগ্রামটি আমাদের তড়িৎ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে এবং আমরা সফল হয়েছি।
সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান খন্দকার বলেন এত অল্প সময়ে প্রোগ্রাম সফল করতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া।
সাধারন সদস্য কামরুল হাসান অপু বলেন আগামীকাল ৪,৫,৬ নং ওয়ার্ডের ভোটারদের ছবি তোলা হবে। ইনশাআল্লাহ আলোকিত পূর্ব জোড়কানন আগামীকাল কালকেও পানি নিয়ে পিপাসার্ত মানুষের পাশে থাকবে।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিল সংগঠনের সদস্য মেহেদী, সাব্বির, সাকির,সাকিব সহ আরো অনেকে।
আর/দৈকাধ