বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
বার্তাকক্ষ: “আলোকিত পূর্ব জোড়কানন” এর সমন্বয় এবং সার্বিক সহযোগিতায়, জেকো ফাউন্ডেশন এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন-এর প্রকল্পের অর্থায়নে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল, পান্নারা, চৌদ্দগ্রাম এর উদ্যোগে গতো ১৪ জুলাই ২০২৪ইং, রোজ রবিবার চক্ষু রোগীদের বিনামূল্যে পরিক্ষা এবং চোখে ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এতে ১১৫ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং ২০ জন রোগীকে ফ্রী ছানী অপারেশনের জন্য ভার্ড কামাল চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং চোখে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করায় রোগীরা নিরাপদ স্বাস্থ্য সেবা পেয়ে অনেক অনন্দিত।
“আলোকিত পূর্ব জোড়কানন” সবসময় পূর্ব জোড়কানন ইউনিয়নের এর শিক্ষা, ক্রীড়া, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং আর্তমানবতায় সকল মানুষের পাশে ছিলো, আছে, এবং থাকবে ইনশাল্লাহ।।
আলোকিত পূর্ব জোড়কানন
মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ।