বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

কুমিল্লা জেলা ও দায়রাজজ আদালতে চলছে আইনজীবীদের পূর্ণ দিবস কলম বিরতি

আদালত প্রতিনিধি: গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর আনন্দ মিছিলের পর কুমিল্লা নগরীর মোগল টুলী এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হন কুমিল্লা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব আবুল কালাম আজাদ। দীর্ঘদিন আইসিইউ তে থাকার পর গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। তার স্মরণে আদালত পাড়ায় চলছে পূর্ন দিবস কলম বিরতি।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণ শেষে বাসায় ফিরছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, তার ছেলে শাফিউল হক আলভী, আরফানুল হক আবরিন এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ এবং কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ।

এ সময় নগরীর মোগলটুলী এলাকায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি এবং ককটেল ছুড়ে। এতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কোমরে গুলিবিদ্ধ হন। আর আইনজীবী কাইমুল হক রিংকু এবং তার দুই ছেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা ট্রমা হসপিটালে ভর্তি করেন। ওই হসপিটালে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ওই আইনজীবীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিএনপির নেতাকর্মীরা।

চিকিৎসাধীন আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর গুলিবর্ষণ এবং ককটেল ছুড়ে।

এ ঘটনায় নিহতের সহকারী অ্যাডভোকেট মোস্তফা জামান জসিম বাদী হয়ে ৫ জন এজাহার নামীয়সহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় ৫ জন এজাহার নামীয়সহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এতে কাউন্সিলর রায়হানকে প্রধান আসামি করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আইনজীবী সমিতির সদস্যরা বলেন অ্যাড. আবুল কালাম আজাদ আন্দোলনে প্রথম শহীদ আইনজীবী।  তারা আসামিদের আগামী ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতারের আল্টিমেটাম দেন।

 

তারা আরো বলেন আমাদের বিজ্ঞ সদস্যের স্মরণে আমরা ১৮ ই আগস্ট পূর্ণ দিবস কলম বিরতি ঘোষণা করলাম। কোন আইনজীবী কোন কোর্টে যাবে না।

 

আর/ দৈকাধ/ আ/১৮/৮/২৪

শেয়ার করুন

২০২২ © ডেইলি কালের ধব্বনি কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত।
Design & Developed by Marshal Host 
akun pro jepang
akun pro rusia
akun pro thailand
akun pro kamboja
akun pro china
akun pro taiwan
akun pro hongkong
akun pro myanmar
akun pro vietnam
akun pro malaysia
link server internasional
link server internasional
link server internasional
pg soft
link server internasional
link server sensasional
pg soft
link server internasional
link server sensasional
pg slot