বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন
ক্রাইম রিপোর্টার: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের রাস্তা সমূহ যেন মৃত্যুর ফাঁদ।
ইউনিয়নের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের বিএনপি নেতা এরশাদুর রহমান, উক্ত গ্রামের নলুয়ার পাড়ের আওয়ামী দোসর আবদুল মতিন, পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়ার মান্না, কালু গং ৫ ই আগস্টের সরকার পতনের পর অবৈধভাবে ফসলি জমির মাটির ব্যাবসা করা শুরু করে ।
বড় বড় ড্রাম ট্রাক দিয়ে মাটির ক্যারিং চালাচ্ছে যেগুলো অতিরিক্ত ওজনের জন্য রাস্তার ক্ষতি হচ্ছে। মানুষ বাধা প্রদান করলে তাকে উক্ত দালালরা বিভিন্ন ভাবে হয়রানি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের বাসিন্দা বলেন গত ২১ ডিসেম্বর রাত ১২ ঘটিকার সময় সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রেফাই আবিদ মহোদয় অবৈধ মাটি কাটার খবর পেয়ে মথুরা পুর বাজারের পূর্ব দিকে আসেন। সেখানে ৫০-১০০ জন সন্ত্রাসী স্যারের উপর আক্রমণ করে। এঘটনার জের ধরে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়।
কিন্ত মূল মাটির দালাল হামলার ইন্ধনদাতা এরশাদ,মান্না,কালু, মতিন কারো নামই এজাহারে আসেনি। এর ফলে তারা আরো বেপরোয়া সাহসী হয়ে উঠে। মাটি কাটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আর বলে প্রশাসন আমাদের হাতের পুতুল দেখিস নাই আমাদের কিছুই করতে পারে নাই।
প্রাপ্ত তথ্য মতে উক্ত ৬ নং পূর্ব জোড়কাননের একাধিক স্থানে এখনো মাটি কাটা চলতেছে তার মধ্যে অন্যতম কমলপুর কলীম্মা মাদ্রাসার সামনে, নির্ভয়পুর, পশ্চিম বিষ্ণু পুর, গোয়ালগাঁও।
গতকাল ভোর রাতে বৃষ্টির পর মথুরা থেকে সুয়াগাজী, ও তালপট্টি থেকে সুয়াগাজী রাস্তা সমূহ মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত একাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে এ রোড সমূহে।
ইউনিয়নবাসীর প্রত্যাশা মাননীয় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার অতিদ্রুত মাটির দালালদের আইনের আওতায় নিয়ে যাবেন এবং মাটির ক্যারিং বন্ধ করবেন এবং রাস্তাসমূহকে জনগণের চলাচলের উপযোগীর ব্যাবস্থা করে দিবেন।
প্রয়োজনে ইউনিয়নবাসী উপজেলা পরিষদ ও ডিসি মহোদয়ের অফিসের সামনে মানববন্ধন করবেন বলে জানান।