বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

জেলা ও মহানগর যুব ফোরামের কমিটি গঠন

জেলা ও মহানগর যুব ফোরামের কমিটি গঠন

কুমিল্লা জেলা ও মহানগরের চার শতাধিক সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন কে সম্পৃক্ত করে নির্বাচনী প্রক্রিয়ায় ৩১ সদস্য বিশিষ্ট জেলা যুব ফোরাম ও ৩১ সদস্য বিশিষ্ট মহানগর যুব ফোরাম কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ এ এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা জেলার সাবেক সিভিল সার্জন ও কুমেক এর (অবঃ)পরিচালক ডা. মুজিব রহমান ও আনন্দপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাকিলা সরকার। চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ওমর সানি শুভ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ আলম এর তত্ত্বাবধানে কমিটি অনুমোদন করেন ন্যাশনাল ইয়ূথ ফোরাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমাম হোসাইন ও মহাসচিব মোঃ জামাল হোসেন।

নবগঠিত জেলা যুব ফোরাম কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ রোহিতগিরি পাঠাগার ও বিজ্ঞান ক্লাব এর উদ্যোক্তা মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ সংগঠনের সদস্য জনাব কামরুল হাসান আলমাস। অন্যান্যরা হলেন মোহাম্মদ রাশেদ আলম, এডভোকেট আশিকুর রহমান, জহিরুল ইসলাম সৌরভ, মোঃ ফারুক হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, বশির আহম্মেদ, মোঃ ইমন হোসেন, মোঃ, এনামুল হক, আব্দুল আল মামুন, সাদ্দাম হোসেন, মোঃ অন্তু, রবিউল হাসান, ফয়সাল হাসান বাপ্পি, জুয়েল রানা, সালমা আক্তার, মোঃ তারেক ভূইয়া, ডাঃমনি মুক্তা, মো: রুবেল হোসেন, গাজী মোহাম্মদ শরাফত আলী, মেহেদী হাসান, মোঃ মহিউদ্দিন ইসলাম রিয়াদ, স্বপ্না আলম, আবদুর রহমান, আরাফাত হোসেন শিমুল, সুজন মিয়া, রমজান ফারাবী, মোঃ জাকারিয়া হোসেন, মোঃরানা, আমজাদ হোসেন প্রমুখ ব্যক্তিবৃন্দ বিভিন্ন পদে রয়েছেন।

নবগঠিত কুমিল্লা মহানগর যুব ফোরাম কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এন এস পাবলিক লাইব্রেরি ও ইয়ূথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা ফারজানা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুন্নবী সোহেল। অন্যান্যরা হলেন মোসলেহ উদ্দিন মোল্লা, মরিয়ম বেগম, মোঃ মিনহাজ হোসেন, ফাহিমা ইসলাম, শান্ত চৌধুরি, এহসান উল্লাহ রাজিব, নাসির উদ্দিন সোহান, সাকিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস, শাহিন হোসেন, ইরফান হোসেন সোহেল, নুসরাত জাহান সিফাত, এ্যাডভোকেট শামীম, নাদিয়া ইসলাম, বিলকিস আক্তার, সৈয়দা নাইমা সুলতানা, পপি রানী দাস, মোফাজ্জল মাহিন চৌধুরি, মাহমুদা আক্তার, মুসফিরাত আলী রিচি, শাহিন আলম, কাজী ফারহিন সিরাজ, সালেহ ইব্রাহীম, মোহাম্মাদ রায়হান, রবিউল আলম, মোঃ সাকিব, আবু সাঈদ, মোঃ রাব্বী
মোঃ আশরাফুল প্রমুখ ব্যক্তিবৃন্দ বিভিন্ন পদে রয়েছেন।

সংগঠনটি গত ৫ বছর ধরে কুমিল্লায় সকল যুব সংগঠন ও যুব উদ্যোক্তাদের কে সমন্বয় করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে লালমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ ও শিবপুর কমিউনিটি ক্লিনিক কে মডেল করার জন্য কাজ করে যাচ্ছে যুব ফোরাম ও ভিএসও বাংলাদেশ এর যৌথ সহায়তায়। জাতীয় ভাবে সংগঠন টি দেশব্যাপী সরাসরি ১০ হাজার যুব সংগঠক ও লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

২০২২ © ডেইলি কালের ধব্বনি কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত।
Design & Developed by Marshal Host 
akun pro jepang
akun pro rusia
akun pro thailand
akun pro kamboja
akun pro china
akun pro taiwan
akun pro hongkong
akun pro myanmar
akun pro vietnam
akun pro malaysia
link server internasional
link server internasional
link server internasional
pg soft
link server internasional
link server sensasional
pg soft
link server internasional
link server sensasional
pg slot